পাবনায় অস্থির পেঁয়াজের বাজার

লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন, আছে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ। তবুও পেঁয়াজের ভাণ্ডার পাবনায় দাম ছুঁয়েছে কেজিতে শতকের ঘর।

অনিয়ন্ত্রিত দামের জন্য সরবরাহকারী নয় রাজধানীর পাইকার সিন্ডিকেটকেই দায়ী করছে জেলা প্রশাসন।

পাবনার সুজানগর বাজার পেঁয়াজ হাট। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলার এই হাটেই গেল রোববার প্রতিমন পেয়াজ বিক্রি হয়েছে ১৮শ’ টাকায়। অথচ মাত্র দু’দিনের ব্যবধানে এখন দ্বিগুণ বৃদ্ধি পেয়ে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২শ’ থেকে ৩৫শ’ টাকায়।

খুচরা বাজারে যার প্রতিকেজি মূল্য ১শ’ টাকা। পূর্বঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে বলে জানান চাষীরা।

গত মৌসুমে আকাশচুম্বী দামের কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছে এখানকার কৃষকরা। অনুকূল আবহাওয়ায় হয়েছে বাম্পার ফলন। হঠাৎই মূল্যবৃদ্ধিতে ভালো দাম পাওয়ায় চাষীরা খুশি হলেও, ক্ষুব্ধ পাইকার এ ক্রেতারা।

চলতি মৌসুমে পাবনায় সাড়ে ৫ লক্ষ মেট্রিক টন আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৬ লক্ষ ৪৫ হাজার ৫৮০ মেট্রিক টন।