মাঝ পদ্মায় আটকা ছোট-বড় ৪টি ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৬৪টি যানবাহন নিয়ে আটকে রয়েছে ছোট-বড় ৪টি ফেরি।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্পতিবার ৮টা থেকে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চ্যানেলের বিকল বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে দুই সহস্রাধিক ছোট-বড় যানবাহন।

তিনি আরও বলেন, এতে ছোট-বড় ৬৪টি যানবাহন নিয়ে মাঘের কনকনে শীতে মাঝ পদ্মায় আটকে রয়েছে ছোট-বড় চারটি ফেরি। আর উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় দুই সহস্রাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা।