পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ পদ্মায় ৫৬টি যানবাহন নিয়ে ছোট-বড় ৪টি ফেরি আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা রাত থেকে কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।