পাটুরিয়া-দৌলতদিয়ায় নাব্যতা সংকটঃ নৌ-যান চলছে ঝুকিতে, যাত্রী দুর্ভোগ চরমে

শাহরিয়ার আহমেদ রমজান,শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ বৈরী আবহাওয়া ও শিমুলিয়া-কাঠালবাড়ী ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরী-ল সহ সকল প্রকার নৌযান চলাছল দারুন ভাবে ব্যাহত হচ্ছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে দক্ষিন এলাকায় যাতায়াতকারী যাত্রী সাধারন চরম দুর্ভোগের শিকার হচ্ছে।ফেরী পারাপারে সময় বেশী লাগায় যাত্রী সাধারন জীবনের ঝুকি নিয়ে ল ও স্পিডবোর্ড দিয়ে পারাপার হচ্ছে।

গত কয়েক দিনে বৈরী আবহায় অরিচা ফেরি সার্ভিসের অচলাবস্থার কারনে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের উভয় পার্শ্বে পারাপারের জন্য অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধায় পাটুরিয়া অংশে পন্যবাহী ট্রাকের লাইন ৫/৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে দেখা গেছে। দৃর্গা পুজা উপলক্ষে প্রাইভেট কারের যাত্রীরাও ঘন্টার পর ঘন্টা আটকে থেকে অবর্ননীয় দুর্ভোগের শিকার হচ্ছে বিআইডবিøউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে পারাপারের জন্য আসা যানবাহনের সংংখ্যা ৭/৮ শ ছাড়িয়ে যায়। বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাবাবিক হয়।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারনে ড্রেজিং কার্যক্রম চলছে পন্টুনের পকেট বন্ধ করে। ঘাটের ৩টি পকেটের মধ্যে অনেক সময় দুটি পকেটই বন্ধ রাখা হচ্ছে। সঙ্গত কারণে ফেরিতে যানবাহন লোড-আনলোডে ২/৩ গুন বেশী সময় লাগছে। বৈরী আবহাওয়ায় দক্ষিন এলাকার কসপক্ষে অগনিত যাত্রী সাধারন চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

আরিচা ল মালিক সমিতি জানায়, যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেকটা ঝুকি নিয়েই পদ্মা-যমুনায় ল চলাচল করছে। অতিরিক্ত যাত্রী বোঝাই প্রসঙ্গে সুত্র জানায় যে কোন উৎসবেই এ রকম হয়ে থাকে। হিন্দু সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গা পুজায় যাত্রীদের চাপ বেড়ে গেছে। সে ক্ষেত্রে আমাদের করনীয় কি আছে?

শিবালয় থানা পুলিশ জানায়, যাত্রীদের দুর্ভোগ লাগবে আইন শৃংখলা বাহিনী রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। পন্যবাহী যানবাহন গুলোকে আটকে রেখে যাত্রী পারাপাওে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।