পাটুরিয়ায় যানবাহনের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি : দৌলতদিয়ায় বন্ধ থাকা দুটি ঘাট চালু হলেও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ছে।

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। তাই রাত থেকেই পাটুরিয়া ঘাটে দীর্ঘ হয়েছে যানবাহনের সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। নদীতে তীব্র ¯্রােত থাকার কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় ঘাটে এসে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সাথে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

এদিকে দীর্ঘ সময় ঘাটে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। দুর্ভোগে পড়া যাত্রীরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া ঘাট এলাকায় টয়লেটের ব্যবস্থা না থাকায় বিশেষ করে নারী যাত্রীদের সমস্যায় পড়ছে হচ্ছে।