পাকিস্তানে আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানের একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিউ নিউজ জানিয়েছে, করাচির গুলশান-ই-ইকবালের মাসকান চৌরঙ্গীর কাছে বিস্ফোরণ ঘটে।

পুলিশ এবং বিশেষ বোমা নিষ্ক্রিয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সিলেন্ডার থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

শক্তিশালী বিস্ফোরণে ভবনটির প্রথম এবং দ্বিতীয়তালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষ।

শিক্ষামন্ত্রী সাইদ ঘানি এবং মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অনেকটাই নিশ্চিত যে, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা নেই। এ ছাড়া সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ঘটনা প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।