পাকস্থলীর ক্যানসার খুব বিপজ্জনক

পাকস্থলীর ক্যানসার খুব বিপজ্জনক। প্রাথমিক অবস্থায় সাধারণত এর লক্ষণ তেমন প্রকাশ পায় না।

পাকস্থলীর ক্যানসার প্রথমে এর দেয়াল থেকে শুরু হয়। যখন কোষ টিউমারে রূপ নেয়, তখন অবস্থা খুব খারাপ হয়।

পাকস্থলীর ক্যানসারের মূল কারণ এখনো জানা যায়নি। তবে কিছু ঝুঁকির কারণ রয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, কিছু ব্যাকটেরিয়া, আলসার, এমনকি পেটের প্রদাহ এর কারণ হতে পারে।

পাকস্থলীর ক্যানসারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

১. খুব বেশি ধূমপান করলে পাকস্থলীর প্রদাহ হয়। এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

২. কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন (এইচ. পাইলোরি), ভুল খাদ্যাভ্যাস, ওজন এগুলো পাকস্থলীর ক্যানসার তৈরি করতে পারে।

৩. হঠাৎ করে ওজন কমে যাওয়া, পেট ফোলা ফোলা ভাব (অল্প খাবার খাওয়ার পরও) এর লক্ষণ।

৪. কখনো কখনো ভীষণ বমি হয়।

৫. যদি বমি অথবা পায়খানার সঙ্গে রক্ত পড়ে, এর মানে হজমে কিছু ঝামেলা হচ্ছে। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যান।