পাওয়ার অব অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা দূর করা

সচিবালয় প্রতিবেদক : পাওয়ার অব অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা দূর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, পাওয়ার অব অ্যাটর্নি আইন ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা ২০১৫ এর কিছু অনুচ্ছেদে অস্পষ্টতা আছে। নিবন্ধন বিধিমালা ২০১৪ বিধি ও উপ-বিধিতেও অস্পষ্টতা আছে। এসব অস্পষ্টতা শিগগিরই দূর করা হবে।

বৈঠকে আইনজীবী সমিতির নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে শূন্য পদ পুরণসহ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া, বিকাশ কুমার সাহা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনজীবী সমিতির জ্যেষ্ঠ নেতারা।