পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীদের অনশন

ভারতীয় ভিএইচ গ্রুপের উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের কাছ থেকে পাওনা ১৬ কোটি টাকা পরিশোধের দাবিতে অনশন শুরু করেছেন কাঁচামাল সরবরাহকারী ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে শহরের রামকৃষ্ণ আশ্রম মোড়ে প্রতিষ্ঠানটির ভাড়াকৃত অফিসের সামনে এ অনশন শুরু করেন তারা।

বক্তারা জানান, ৭০টি কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান উত্তরা ফুডস অ্যান্ড ফিডসের কাছ থেকে ১৬ কোটি টাকা পাওনা রয়েছে।

টাকা পরিশোধে কয়েক দফা সময় নিলেও টাকা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এতে পাওনাদার ব্যবসায়ীরা চরম মানবেতর দিন কাটাচ্ছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত এ অনশন চালিয়ে যাবেন বলে জানান ব্যবসায়ীরা।