পাঁচদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানা বন্ধ

পাঁচদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাভার : বিজিএমইএর নির্দেশনায় পাঁচদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কারখানাগুলো খুলে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়নি বিজিএমইএ। এই পাঁচদিনে শিল্পাঞ্চলের কোথাও শ্রমিকদের বিক্ষোভ কিংবা অন্য কর্মসূচি দেখা যায়নি।

এদিকে রোববার সকালে শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় ডিজাইনার জিন্স নামে একটি কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অন্য কারখানাগুলোর সামনে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। তবে কারখানা বন্ধ থাকায় তারা কাজে যোগ দিতে পারেনি। ওই শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানা খুলে দেওয়া সংক্রান্ত বিজিএমইএর ঘোষণার পরই কাজে যোগ দিতে পারবে শ্রমিকরা।

এদিকে অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। মামলায় প্রায় দুই হাজার শ্রমিক ও শ্রমিক নেতাকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে কমপক্ষে ৩০ জনকে। এ পর্যন্ত বিভিন্ন কারখানার তিন শতাধিক শ্রমিককে বহিষ্কার করা হয়েছে ।