পর্তুগিজ লিগের শিরোপা জিতল পোর্তো

স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ হাতে রেখে পর্তুগালের শীর্ষ ফুটবলের চলতি মৌসুমের শিরোপা জিতেছে পোর্তো। এটি তাদের ২৯তম প্রিমেইরা লিগা শিরোপা।

বুধবার (১৫ জুলাই) নিজেদের মাঠে ক্রিস্টিয়ানোর রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপিকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে পোর্তো।

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেনফিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নে মুকুট পরতে এক পয়েন্ট দরকার ছিল সের্হিও কনসেইকাওয়ের শিষ্যদের।

তবে শিরোপা উৎসবটা যেন জয় দিয়েই রাঙাতে চেয়েছিল পোর্তো। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ম্যাচের ৬৪তম মিনিটে দানিলো পেরেইরার গোলে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসা মারেগা।

গত মৌসুমে রেকর্ড ৩৭বারের প্রিমেইরা লিগার চ্যাম্পিয়ন বেনফিকার হাতে শিরোপা বিসর্জন দিয়েছিল পোর্তো। এবার তারা ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে স্পোর্টিং সিপি। দুই পয়েন্ট কম নিয়ে চারে আছে ব্রাগা।