‘পরের টার্মেও আ’লীগকে ক্ষমতায় আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে তো বটেই, পরের নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম।

শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি ও অর্জন’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ এই সেমিনারের আয়োজন করে।

প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম। এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ ও সমাজবিজ্ঞানী অনুপম সেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু আলোচনায় অংশ নেন। সেমিনার সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য রশীদ-ই মাহবুব।

স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বাস্থ্য খাতে নেওয়া আওয়ামী লীগ সরকারের অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছিল। ড্যাবের ডা: জাহিদ এবং তার কোম্পানির কারণে স্বাস্থ্যখাতে চরম দুর্নীতি ও বিশৃংখলা দেখা দিয়েছিল। যার খেসারত এখনো অনেককে দিতে হচ্ছে।’

তাই বাংলাদেশকে যদি আগামীতে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উচু করে থাকতে হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে তো বটেই পরের নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। না হলে বিগত সময়ের মতো অন্য সরকার এসে চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির মাধ্যমে এই সরকারের সকল অর্জন ম্লান করে দেবে।’

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকেন এবং দেশের রাষ্ট্রক্ষমতায় থাকেন তাহলে ২০৪১ সাল নয়, তার আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। যেমন করে তার নেতৃত্বেই ২০২১ সালের আগেই নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।’