পরীক্ষা শেষ তাসকিনের, অপেক্ষায় সানি

বোলিং পরীক্ষা দিতে গত সোমবার অস্ট্রেলিয়া পৌঁছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বোলিং পরীক্ষা দিচ্ছেন তারা।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সকাল ১০টায় আজ বোলিং পরীক্ষা দিয়েছেন তাসকিন আহমেদ। অপেক্ষায় রয়েছেন আরাফাত সানি। পরীক্ষা শেষে আগামী ১১ সেপ্টেম্বর (রবিবার) দেশে ফেরার কথা রয়েছে তাদের। তবে ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।

ব্রিসবেনে সানি-তাসকিনের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের  প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আজ ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেন তারা। তাসকিনের পালা শেষ হলেও পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছেন সানি।

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। চেন্নাইয়ের পরীক্ষায় সন্দেহটাই সত্যি প্রমাণিত হওয়ায় দু’জনেই আইসিসির বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন।