পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহায়তা চান মো. শাহাব উদ্দিন

পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর বস্তুর ব্যবহার রোধসহ সার্বিক দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের কাছে সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব দেশের এক অনলাইন পত্রিকার দশম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী গণমাধ্যমের কাছে এই সহায়তা চান। সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে পরিবেশমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে সরকারের সব উদ্যোগের সাথে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সকলের সম্মিলিত প্রয়াসেই পরিবেশ সুরক্ষায় সফল হওয়া যাবে। জাতীয় বিভিন্ন ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্নীতি, অনিয়ম দূর করতে দেশের গণমাধ্যমগুলোর দায়িত্বশীল ভূমিকাও প্রশংসনীয়। বর্তমান গণতান্ত্রিক সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন প্রদান অব্যাহত রেখেছে।