পদ্মায় বিলীন হতে চলছে লৌহজং চর

লৌহজং চর

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস স্বাভাবিক করতে পুরোদমে চলছে ড্রেজিং। ড্রেজিং করে পলি ফেলা হচ্ছে পদ্মা সেতুর কাছে লৌহজং চরে। তবে সেই চরটিও ভেঙে এখন মূল চ্যানেলে প্রবেশ করছে পলি। যে কারণে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠছে।

পদ্মায় বিলীন হচ্ছে পলি ফেলার স্থান লৌহজং চর। আর এই চর স্রোতের সাথে মিশে গিয়ে চ্যানেলে এসে পড়ছে। ফলে পলি সরিয়ে কুল পাচ্ছে না।

দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় মানুষ এখন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে গাদাগাদি করেই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে।

খোদ বিআইডব্লটিএ’র অতিরিক্তি প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান বলেন, ড্রেজিংয়ের পলি ফেলা হচ্ছিল যেখানে, সেই পলিসহ চরটি হারিয়ে যাচ্ছে পদ্মায়।

এক দশক আগে পদ্মার বুকে লৌহজং চরটি জাগে। সেই চর কেটেই তৈরি করা হয় চ্যানেল।