পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে

পদ্মার অব্যাহত ভাঙন আর তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ঈদে ঘরমুখো মানুষ ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। অনেকে ঝুঁকি নিয়েই স্পিডবোটে করে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। এদিকে, টাকার বিনিময়ে ঘাট পারাপারের অভিযোগ যাত্রীদের।

একদিকে ঘাট এলাকায় পদ্মার ভাঙন অন্যদিকে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে চলাচল। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তু সীমিত সংখ্যক ফেরি চলাচল করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ঘাট পার হতে সময় লাগছে দুই থেকে তিনগুণ বেশি। ঝুঁকি নিয়ে স্পিডবোটে পারাপার হচ্ছেন অনেকে।

ভুক্তভোগী যাত্রীরা জানায়, ফেরি কম থাকায় দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে। এ কারণে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে।

এদিকে, ঘাট পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় করে ঘাট পারাপারের অভিযোগ যাত্রীদের।

ঘাট কর্তৃপক্ষ জানায়, এক নম্বর ও চার নম্বর ঘাট খুলে দেয়া হয়েছে ফেরি চলাচলের জন্য। তবে স্রোত বেশি থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।