পদ্মাসেতুর নিরাপত্তার স্বার্থে রাতে বন্ধ থাকবে ফেরি

নিরাপত্তার স্বার্থে রাতে বন্ধ থাকবে ফেরি

তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে অনির্দিষ্টকালের জন্য রাতে বন্ধ থাকবে ফেরি চলাচল। তবে দিনের বেলায় চলাচল করবে স্বাভাবিক নিয়মে। এদিকে, নাব্য সংকটের কারণে সকাল থেকে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গতরাত ৩টার দিকে ২৫টি যানবাহন নিয়ে শিমুলিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। এতে রাতে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তবে আটকে পড়া ফেরিটি দীর্ঘ ১১ ঘণ্টা পর দুপুর ২টার দিকে উদ্ধার করা হয়।

এদিকে, পদ্মায় তীব্র স্রোত থাকার কারণে সকাল থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ কয়েকশ’ যানবাহন। এ রুটে ১৭টি ফেরির মধ্যে সারাদিন ৮টি চলাচল করলেও এখন চলছে মাত্র ২টি