পতাকা নেবে

কুষ্টিয়া প্রতিনিধি : বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা কিনছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। পতাকা বিক্রয় করছে মৌসুমী ব্যবসায়ীরা।

আজ শুক্রবার কুয়াশা ঢাকা সকালে পতাকা হাতে রাস্তায় নেমেছেন ইয়াকুব আলী। প্রতিবছর বিজয় দিবসের আগে বিভিন্ন জেলার পথে পথে ঘুরে পতাকা বিক্রি করেন তিনি। এতে যা আয় হয়, তা দিয়ে সংসার চালান। বছরের অন্য সময়ে ঢাকা শহরে বিভিন্ন কাজ করেন।

ইয়াকুব আলীর নিজ জেলা ফরিদপুর। গত ২ ডিসেম্বর তিনি ঢাকা থেকে রওনা হয়ে  বিভিন্ন স্থানে পতাকা বিক্রি করছেন। ইয়াকুব আলী জানান, প্রতি বছর বিজয় দিবসের আগে বিভিন্ন জেলায় পতাকা বিক্রি করেন। এটা তার পেশা।

তিনি আরো জানান, এ মাসের ২ তারিখে ঢাকা থেকে পতাকা বিক্রির উদ্দেশ্যে  রওনা হয়েছেন। আজ শুক্রবার কুষ্টিয়া জেলায় আছেন। আগামীকাল মেহেরপুরে যাবেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত পতাকা বিক্রি করবেন। প্রতিদিন ১৫০০ থেকে  ২০০০ টাকা বিক্রি করেন। ১৭ ডিসেম্বর আবার ঢাকায় ফিরে যাবেন।