পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই শিশু সম্পর্কে মামাতো বোন। শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের তিতাস সিনেমা এলাকা সংলগ্ন ফরেস্ট কলোনী পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর স্বজনেরা জানান, তিতাস সিনেমা এলাকায় ঋষিবাড়ীর নিখিল ঋষির তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টি (৯) এবং একই বাড়িতে বেড়াতে আসা রনজিত ঋষির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে প্রিয়াংকা (১৩) দুপুরে বাড়ির অন্যদের সাথে পার্শ্ববর্তী ফরেস্ট কলোনির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও বৃষ্টি ও প্রিয়াংকাকে দেখতে না পেয়ে বাড়িতে খবর দেয়া হয়।

পরে বাড়ির লোকজন এসে পুকুরে নেমে তল্লাশির এক পর্যায়ে পানি থেকে দুই বোনকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে দুই বোনের লাশ এলাকায় নিয়ে যাওয়া হলে মর্মান্তিক এ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

বৃষ্টির বাবা নিখিল জানায়, প্রিয়াংকার বাড়ি পিরোজপুরের সন্নাসী গ্রামে। সে মামা জগদীশের ঘরে বেড়াতে এসে আকস্মিক এ দুর্ঘটনার শিকার হলো।

প্রিয়াংকার বাবা রনজিত জানান, দুবোনই সাঁতার জানত।