ন্যাশনাল সার্ভিসে ১ লাখ ৮৭৮২ জনের কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানিয়েছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ১ লাখ ১১ হাজার ৮১৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনকে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় ২৪-৩৫ বছর বয়সী এবং উচ্চ মাধ্যমিক ও তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার ও যুব মহিলাদের ১০টি সুনির্দিষ্ট মডিউলে তিনমাস মেয়াদী মৌলিক প্র্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলা এই কর্মসূচির আওতাভুক্ত। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব জেলা-উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তালুকদারের প্রশ্ন দিয়ে অধিবেশন শুরু হয়।