নৌযান চলাচলে বিআইডব্লিউটিএর নির্দেশনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে কক্সবাজারে বৃষ্টির সঙ্গে সঙ্গে রয়েছে বাতাসও।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান চলাচলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ঢাকা নদী বন্দর

মুন্সিগঞ্জগামী ৬৫ ফিটের নিচে ছোট ছোট লঞ্চ ও ১ ইঞ্জিন বিশিষ্ট সব লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, রাঙ্গাবালী ও বালিয়াতলী নৌপথে চলাচলকারী নৌযানসমূহের চলাচল বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ নদী বন্দর

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৫ ফিটের নিচে সব লঞ্চ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল নদী বন্দর

একতলা বিশিষ্ট সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

মাওয়া নদী বন্দর

সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরিচা নদী বন্দর

সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভোলা নদী বন্দর

ইলিশা-মজুচৌধুরীর হাট, বরিশাল-ভেদরিয়া নৌপথে চলাচলকারী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

চাঁদপুর নদী বন্দর

নারায়ণগঞ্জগামী ছোট ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।