নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরঃ ইরফানসহ ৩ আসামিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর ও হত্যার হুমকির মামলায় ইরফান সেলিমসহ ৩ আসামিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার এই তিন আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে বিকেলের দিকে তাদেরকে ধানমন্ডি থানায় নেয়া হয়। মামলাটি ধানমন্ডি থানা থেকে গোয়েন্দা পুলিশে হস্তান্তর হওয়ায় আসামিদের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গোয়েন্দা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এর আগে এ মামলার আরেক আসামি ড্রাইভার মিজানকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৫ অক্টোবর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে নৌ-বাহিনী কর্মকর্তা ও তার স্ত্রী লাঞ্চিত হন। পরদিন ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্ত্র-মাদক, ওয়াকিটকিসহ ইলেকট্রনিক ডিভাইজ উদ্ধারের ঘটনায় আরো ৪টি মামলা হয়।