নেপালের সাবেক স্পিকার ধর্ষণের অভিযোগে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ পার্লামেন্টের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবারই (১ অক্টোবর) স্পিকারের পদ থেকে পতদত্যাগ করেন মাহারা। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাজধানী কাঠমান্ডুর একটি আদালত।
ওই নারী কর্মীর অভিযোগ, গত ২৯ অক্টোবর মদ্যপ অবস্থায় এ কাজ করেন কৃষ্ণ বাহাদুর মাহারা।
‘আমি ভাবতেও পারিনি এমনটা হতে পারে। তিনি জোর করে এই কাজ করেছেন। এরপর আমি পুলিশ ডাকার কথা বললে তিনি চলে যান,’ বলেন ওই নারী কর্মী।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন মাহারা।
এর আগে নিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ইস্যুতেই গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
নেপালে বিদ্রোহী মাওবাদী গোষ্ঠী ও দেশটির সরকারের মধ্যকার প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসানে ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া শান্তি আলোচনায় মাওবাদীদের প্রতিনিধি দলের প্রধান ছিলেন কৃষ্ণ বাহাদুর মাহারা।
পরবর্তীতে ২০১৭ সালের নির্বাচনে নেপালের বিদ্রোহী ও সংস্কারপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট জয়ী হয়ে মরকার গঠন করলে সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।