নেত্রকোনা মুক্ত দিবস উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি : রাজাকার, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় পাকহানাদার মুক্ত দিবস উদযাপন হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে ‘প্রজন্ম শপথ’ নামে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মধুমাছি কচি কাঁচার মেলা, মুক্তিযোদ্ধা সন্তান সমবায় সমাজ কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাতপাই স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় পাবলিক হল প্রাঙ্গণ থেকে জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে মুক্তদিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলির সদস্য মাহবুবুল হক চিশতি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের সংগঠক আনিসুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, ডেপুটি কমান্ডার আলহাজ আবদুল মতিন খান, সদর থানা কমান্ডার আইয়ুব আলী, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল প্রমুখ।