নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নেত্রকোনাঃ নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ও সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। মৃত দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মোহনগঞ্জ উপজেলার মাঘান মানশ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামের সজীব সরকার (১৮) নামের এক এইচএসসির ফলপ্রত্যাশী বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সজীব সরকার বাখরপুর গ্রামের সুশীল সরকারের ছেলে। এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন সজীব।

বাখরপুরের বাসিন্দা উৎফল সরকার বলেন, বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে সজীবের মৃত্যু হয়েছে। এই এলাকার সব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এদিকে, কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রায়পুর গ্রামের মল্লিক মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, রুবেল মিয়া বাড়ির গোয়ালঘরে গরুর জন্যে বৈদ্যুতিক পাখা লাগাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে বাড়ির লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।