নেতাকর্মীদের তিনটি করে গাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘সংগঠনের প্রত্যেক সদস্য তিনটি করে গাছ লাগাবে। সেটা তার নিজের জায়গায় হোক অথবা নিজের জায়গা না পেলে রাস্তার পাশে হলেও গাছ লাগাতেই হবে।’

সোমবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

নেতাকর্মী ছাড়াও দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে আজকের দিনে আহ্বান জানাচ্ছি- পয়লা আষাঢ় আসুন সকলে মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। আবার নিজেরা লাভবান হই, কারণ গাছ বিক্রির টাকা আপনাদেরই সংসারে কাজে দেবে। আসুন মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি। দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।’

বেশি করে ফলগাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ব্যাপকভাবে ফলের গাছ লাগানো। কারণ পুষ্টির যোগান ফল থেকে আসে।’

উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনি গড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উপকূলীয় অঞ্চলগুলোতে সবুজ বেষ্টনি গড়তে হবে। যেগুলো মাটি ধরে রাখে, যেমন আমাদের ঝাউ গাছ, খেজুর গাছ, তালগাছ এগুলো আমাদের বিভিন্নভাবে লাগানো দরকার। এই ব-দ্বীপটাকে (বাংলাদেশ) বাঁচাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই।’

গাছের যত্ন নেয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পর গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। গাছকে লালনপালন করতে হয়। নিজের সন্তানকে যেমন লালনপালন করতে হয়, একটা গাছ লাগালে তাকেও কিন্তু যত্ন করতে হবে, লালনপালন করতে হবে। তাহলে তো সে ফল দেবে। আমি ফল খাবো কিন্তু যত্ন করবো না এটা তো হয় না। আমি মনে করি সবাই গাছের যত্ন করবে।’

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবনে গাছের চারা বপন করেন। অনুষ্ঠানে কৃষক লীগ যারা বেশি গাছ লাগাবে তাদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। এ সময় শেখ হাসিনা পুরস্কার দেয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষক লীগের ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বর্তমান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।