নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত।।আহত-১

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ-নীলফামারী জেলার উত্তরা ইপিজেডের দুই শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় আরো এক শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন, জেলা শহরের বাসস্ট্যান্ড কলোনীর কামাল আনসারীর ছেলে আফজাল হোসেন (৩০) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গোয়ালপাড়া গ্রামের জয়হরি কান্ত রায়ের ছেলে ধরনী কান্ত রায় (২৫)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী ট্রেক্সটাইল মিলগেটের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ইপিজেডের তিন শ্রমিক সকালে পৃথক পৃথক বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) বাসটি তিন শ্রমিককে চাপা দেয়।
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আফজাল হোসেন ও ধরনী কান্ত রায় মারা যান। আহত বিশ্বনাথকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নীলফামারী সদর থানা পুলিশের ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।