নীলফামারীতে জমি নিয়ে বিরোধ মৃত্যু ১, গ্রেফতার ৩

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ মৃত্যু ১,

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে বড় ভাই ও ভাতিজার ছুরিকাঘাতে ছোট ভাই রুহুল আমীনের (৫০) মৃত্যু হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে বড় ভাইসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। মৃত রুহুল আমীনের বাড়ি ডোমার উপজেলা গোমনাতি ইউনিয়নের পন্ডিত পাড়া এলাকায়। আসামিরাও একই এলাকার বাসিন্দা।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রুহুল আমীন গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আট টার দিকে তার মৃত্যু হয়। রাত ১২ টার দিকে পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় (তদন্ত) সঙ্গীয় ফোর্স আশেক এলাহী (৪৫), মোতালেব (৬০) ও আলেমাকে (৫৫) রংপুর থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে রুহুল আমীনের ছেলে কাওছার আলী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।