নির্ধারিত সময়েই বিসিসি’র বর্জ্য অপসারণ

এম এ হান্নান,বরিশাল :
নির্ধারিত সময়ের মধ্যেই বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে যারা রাস্তায় কোরবানি দিয়ে ড্রেনে ময়লা ফেলেছে ওইসব স্থানের গন্ধ দূর করা এখনো সম্ভব হয়নি। তারপরেও মূল সড়ক ও নির্ধারিত স্থানের বর্জ্য মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে প্রতিদিনের বর্জ্য অপসারণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪০০ জন পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেছেন। পাশাপাশি এ কাজে ব্যবহার করা হয়েছে সিটি করপোরেশনের ২০টি ট্রাক, ১৭৫টি বক্সভ্যান এবং ৫০ ট্রলি। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, বরিশাল সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত ১৫৬টি পয়েন্টে নগরবাসীকে কোরবানি দিতে অনুরোধ করা হয়েছিলো। কিন্তু শতকরা ২৫ ভাগ মানুষ নির্ধারিত স্থান ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মূল সড়ক ও নির্ধারিত স্থানের বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে ঘোষিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সফলতা পাওয়া গেছে।