নিতম্ব অস্ত্রোপচারে মারা গেলেন মার্কিন মডেল

৩০ বছর বয়সি মার্কিন মডেল জোসলিন ক্যানোকে মেক্সিকান কিম নিজেকে আরো বেশি আবেদনময়ী করতে নিতম্বে অস্ত্রোপচার করান। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে ৭ ডিসেম্বর মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই তারকা একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। তাকে কার্দিশিয়ানও বলা হতো।

ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, জোসলিন তার নিতম্ব আরো বড় করার জন্য কলম্বিয়াতে প্লাস্টিক সার্জারি করান। কিন্তু ভুল অস্ত্রোপচারের কারণে এই মডেলের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। জোসলিন একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার দারুণ প্রভাব ছিল। এ মডেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। প্রিয় মডেলের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।