চীন-ভারত

নিজ দেশে সমালোচনায় শিকার মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ঘটনার দুদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলছিলেন, ‘নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় এলাকাতেই ঘটেছে পুরো ঘটনা।’ তবে প্রশ্ন উঠবেই, গালওয়ান উপত্যকায় যে ভারতীয় ভূখণ্ড চীন দখল করে বসে আছে বলে বিভিন্ন সূত্রের খবর, তাকে কি তবে চীনা এলাকা বলেই মেনে নিচ্ছেন মোদি?

লাদাখে ২০ সৈন্য নিহত হওয়ার ঘটনা নিয়ে শুক্রবার সর্বদলীয় ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ওখানে কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে আসেনি। আমাদের এলাকায় কেউ ঢুকে বসে নেই। আমাদের কোনো পোস্ট (সেনা চৌকি) অন্য কারো দখলেও নেই।’ ব্যস, এতেই ভারতজুড়ে শুরু হয়েছে শোরগোল আর সমালোচনার ঝড়।

কেননা লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে এসে ভারতের ভূখণ্ডের মধ্যে চীনাদের সেনাচৌকিসহ নানা নির্মাণ গড়ার কথাটি সর্বজনবিদিত এবং এ কাজে বাঁধা দিতে গিয়েই সোমবার রাতে প্রাণ হারিয়েছেন ভারতের ২০ সৈন্য। এ ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা ভারত, চীনকে পাল্টা জবাব দেয়ার দাবিও উঠেছে। ঠিক এমনই সময় প্রধানমন্ত্রীর বেফাঁস মন্তব্যে ফুঁসছে দেশ। যদিও আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে দিয়ে মোদির কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে বিতর্ক সৃষ্টি চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়।

প্রশ্ন উঠছে, পূর্ব লাদাখের কয়েকশ বর্গকিলোমিটার ভূখণ্ডকে চীনের এলাকা বলে স্বীকার করে নেয়ার ও ভারতের মানচিত্র পরিবর্তনের পথে হাঁটতে শুরু করার ইঙ্গিত দিল প্রধানমন্ত্রীর এই মন্তব্য?

সাবেক পররাষ্ট্রসচিব এবং যুক্তরাষ্ট্র ও চীনে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও বলেন, ‘আমার মনে হয়, চীনের সঙ্গে শক্তির ফারাকের কথা ভেবে, বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার উদ্দেশে, সরকার বাধ্য হয়েই এই দৃষ্টিভঙ্গি নিয়েছে।’

কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৈরি হতে পারে নতুন ইতিহাস। ভারতীয় ইতিহাসে একটা টার্নিং পয়েন্টের ইঙ্গিত অনেকে দেখতে পাচ্ছেন মোদির কথার মধ্যে।’

প্রাক্তন সেনা কর্মকর্তারাও মোদির কথায় ক্ষুব্ধ। অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শুক্লা বলেন, ‘প্রধানমন্ত্রী কি তবে গালওয়ান নদীর উপত্যকা, প্যাংগং লেকের ফিঙ্গার এরিয়া ৪ থেকে ৮-কে চীনের এলাকা বলে স্বীকার করে নিলেন! অনুপ্রবেশ যদি না-ই হয়, তবে কেন সেনাস্তরের বৈঠক, কূটনৈতিক স্তরের আলোচনা, সেনা প্রত্যাহারের প্রশ্ন!’ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রকাশ মেননের কথা, ‘মোদি বলেছেন, কিছুই হয়নি (ভূখ- হারানোর প্রশ্নে)। হায় ঈশ্বর! কেউ সাহায্য করুন।’

ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম টুইটারে লিখেছেন, ‘চীনের তরফ থেকে অনুপ্রবেশ না হলে, কেন ৬-৫ মে থেকে লাদাখের বিষয়টি নিয়ে হৈচৈ হল? কেন ৬ জুন লেফটেন্যান্ট পর্যায়ে বৈঠক, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, সংঘর্ষ ও ২০ সেনার মৃত্যু?’

মোদির বক্তব্যের ফায়দা লুটছে চীনও। চীনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসের সম্পাদক টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিই পরিষ্কার করে দিচ্ছে যে (সংঘর্ষের) ঘটনাবলি ঘটেছিল চীনের মাটিতেই।’

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর দফতার থেকে বিবৃতি দিয়ে উল্টো অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর মন্তব্যের অনিষ্টকর ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এলএসি লঙ্ঘনের চেষ্টা হলে সমুচিত জবাব দেবে ভারত। অতীতে এমন ঘটনা উপেক্ষা করা হলেও এখন আর তা করা হবে না।’

প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, ‘নিয়ণন্ত্রণরেখা বরাবর ভারতের দিকে চীনা সেনারা ঢুকতে পারেনি, কারণ আমাদের সশস্ত্রবাহিনী সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। যারা সীমানা পেরিয়ে আমাদের দেশে ঢোকার চেষ্টা করেছিল, আমাদের সাহসী সন্তানরা তাদের যোগ্য জবাব দিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর অটুট মনোবলের জন্যই এটা সম্ভব হয়েছে।’

মানচিত্র পরিবর্তনের অভিযোগ খারিজ করে দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় ভূখণ্ডের মানচিত্র ভারতের কাছে স্পষ্ট। সরকার তা সর্বোতভাবে মেনে চলতে বদ্ধপরিকর।’

এদিকে কংগ্রেস মুখপাত্র রনদিভ সূর্যওয়ালা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ঘটনার গুরুত্বকে তাচ্ছিল্যই করেছে। তিনি মোদিকে ‘রাজ ধর্ম’ অনুসরণের পরামর্শ দেন এবং জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। তার কথায়, ‘গালওয়ান উপত্যকা কি ভারতের অঞ্চল নয়? সরকার কেন সামনে এগিয়ে আসছে না এবং চীনকে গালওয়ান উপত্যকার মালিকানা দাবি নিয়ে শক্ত জবাব দিচ্ছে না? চীনের সৈন্যরা যদি সেখানে থাকে, তবে অনধিকারপ্রবেশ ও এই অঞ্চল দখলের অভিপ্রায় কি তাদের স্পষ্ট হয়ে যায় না? এছাড়া প্যাংগং লেক এলাকায় চীনের অনধিকারপ্রবেশ নিয়েই বা চুপ কেন সরকার?’

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার