নিজ জেলায় পোস্টিং চেয়ে হাইকোর্টে আনসারদের রিট

নিজস্ব প্রতিবেদক : নিজ জেলায় পোস্টিং দেওয়া এবং বেতন-ভাতা থেকে ২০ শতাংশ হারে কর্তন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুই আনসার সদস্য।

মঙ্গলবার আনসার সদস্য মো. সফি আহমেদ এবং মো. মনোয়ার হোসেনের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট করেন।

ইউনুছ আলী আকন্দ জানান, আনসার নিয়োগ নীতিমালার ১২(ছ) ধারায় আছে, অঙ্গীভূত(পোস্টিং)করতে হলে নিজ জেলায় করতে হবে। কিন্তু অবৈধভাবে আনসার সদস্যদের অন্য জেলায় অঙ্গীভূত করা হচ্ছে। যা আনসার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

আনসার নীতিমালা ১৯৯৫ ৪(গ) অনুচ্ছেদে আছে, আনসার সদস্যরা নিজ জেলায় অঙ্গীভুত হবে।

ওই আইনজীবী আরো বলেন, আনসারদের পেনশন বা কোনো সুযোগ-সুবিধা নেই, বরং সরকার তাদের বেতন-ভাতা থেকে অবৈধভাবে ২০ শতাংশ টাকা কর্তন করে। যা অমানবিক এবং ন্যায়নীতির পরিপন্থী। এ ছাড়া নিজ জেলা ছাড়া অন্য জেলায় পোস্টিং দিলে সামান্য বেতনে সেখানে থাকতে পারছেন না আনসাররা। এজন্য অনেকে চাকরিচ্যুত হচ্ছেন। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।