নিখোঁজ সেই ৫ ভারতীয়’র মরদেহ খুঁজে পেল চীন

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে নিখোঁজ হওয়া ৫ ভারতীয়র মরদেহের সন্ধান পেয়েছে চীন। তাদের মরদেহ অরুণাচল প্রদেশের চীনা সীমান্তের ভেতরে পাওয়া গেছে বলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

এক টুইটবার্তায় মন্ত্রী কিরেন জানান, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো হটলাইন বার্তায় সাড়া দিয়েছে চীন। তারা নিশ্চিত করেছেন যে, অরুণাচল থেকে নিখোঁজ যুবকদের মরদেহ খুঁজে পেয়েছেন। তাদের মরদেহ ভারতের হাতে তুলে দিতে বেইজিংকে অনুরোধ করা হয়েছে জানান মন্ত্রী কিরেন।

গেল (১ সেপ্টেম্বর) নিজেদের সীমান্ত এলাকা থেকে চীনা সেনারা ৫ ভারতীয়কে অপরণ করে, এমন অভিযোগ করে নয়াদিল্লি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ওই যুবকরা নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল গাছের গুল্ম সংগ্রহ করতে গিয়েই নিখোঁজ হন। তারা হলেন, তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম।

৫ সেপ্টেম্বর চীনের বিরুদ্ধে ভারতের নাগরিকদের অপহরণের অভিযোগ করেন অরুণাচল প্রদেশের এক আইনপ্রণেতা।