নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে পাঁচ জন নিহত

আন্তর্জাতিক: নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জন এবং আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (০৯ ডিসেম্বর) দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।
এক সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার জন টিমস বলেন, উদ্ধার অভিযানে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এখনো অনেকেই ওই আইল্যান্ডে আটকা পড়ে রয়েছেন বলে জানান টিমস। কিন্তু তাদের সংখ্যা কতো বা তারা কী অবস্থায় রয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানেন না তিনি।
সেন্ট জন অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, অগ্নুৎপাতের কারণে প্রায় ২০ জন আহত হয়েছেন বলে ধারণা করছে তারা। ইতোমধ্যে একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনাস্থলে ডাক্তারসহ সাতটি হেলিকপ্টার পাঠিয়েছে সংস্থাটি।