নালিতাবাড়ীতে তীর্থ উৎসবের প্রস্তুতি সভা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীীতে আসন্ন ২৭-২৮ অক্টোবর ১৯তম বাৎসরিক তীর্থ উৎসব উপলক্ষ্যে ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে মিশন সভা কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরানের সভাতিত্বে এতে প্রধান অতিধির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জেবুন্নাহার শাম্মী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, আজাদ মিয়া, খোরশেদ আলম খোকা, আলহাজ্ব জমশেদ আলী, বারমারী বিজিবি কোম্পানী কমান্ডার লুৎফর রহমান, আ.লীগ নেত্রী বন্দনা চাম্বু গং, নিরাপত্তা কমিটির কো-অর্ডিনেটর রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিনজা, ইউপি সদস্য হযরত আলী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বারমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপলল্লীতে প্রতিবছর ভিন্ন ভিন্ন মুল সুরের উপর ভিত্তি করে তীর্থ উৎসব পালিত হয়ে আসছে। এবারের তীর্থ উৎসবের মুলসুর হচ্ছে ‘দয়ার মাতা মারিয়া।’