নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সিলেটে হামলার শিকার খাদিজা বেগম নার্গিস যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখনই এক টুইট বার্তায় নারীর প্রতি সহিংসতা বন্ধে এ আহ্বান জানালেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, নারীর প্রতি সহিংসতা এখন বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে। এই সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।