নাটোরে রাতে বাল্যবিবাহ, এসিল্যান্ডের প্রতিরোধ

নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) আবু রাসেল। এলাকাবাসী জানায় , গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকা খোরসেদ আলম শুক্রবার রাতে তার মেয়ের বিয়ের প্রস্তুতি নেন।

খবর পেয়ে সহকারী কমিশনার(ভ‚মি) আবু রাসেল রাত ৯টার দিকে সেখানে গিয়ে ওই বিয়ে বন্ধ করেন। পাশাপাশি খোরসেদ আলমের তিন হাজার টাকা জরিমানা ও ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিবেন না মর্মে মুচলেকা গ্রহণ করেন।

সহকারী কমিশনার (ভ‚মি) আবু রাসেল জানান, বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে জরিমানা করা হয় এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।