নাটোরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক

নাটোরে ভুল চিকিৎসায় এক শিশুর শ্বাসনালি কেটে ফেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত চিকিৎসক।

স্বজনরা জানান, সোমবার (০২ নভেম্বর) সকালে সদরের চক তেবাড়িয়া গ্রামে খেলতে গিয়ে ৯ বছরের আরিফুলের গলায় বাঁশি আটকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নেন স্বজনরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপারেশন থিয়েটারে না নিয়ে জরুরি বিভাগেই শিশুটির গলায় অস্ত্রপচার করে বাঁশি বের করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী মোহম্মদ আলী রাসেল। এতে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয় আরিফুলের।

এ ঘটনার পরপরই স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পালিয়ে যান চিকিৎসক। ভুল চিকিৎসায় ছেলেকে হারানোর অভিযোগ এনে বিচার দাবি করেন নিহতের বাবা।