নাটোরে গরু লুট, ৫ ডাকাত গ্রেফতার

নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় গরু লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতির সময় ব্যবহৃত ট্রাক। তবে লুট হওয়া গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

লিটন কুমার সাহা বলেন, গত ১৭ জুলাই নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর এলাকার সিরাজ দিনাজপুর থেকে ১৬টি গরু কিনে ট্রাকে নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। পথে ট্রাক ডাইভারের আরো তিন সহযোগী ডাকাত বগুড়া ৩ মাথার একটি হোটেল থেকে ওই ট্রাকে ওঠে। পথে নাটোরের রয়না এলাকায় ট্রাকটি থামিয়ে ধাক্কা দিতে বলে চালক আব্দুল আওয়াল। এসময় সকলে নিচে নামলে চালকের সহযোগী তিন ডাকাত গরু ব্যবসায়ী সিরাজকে পিটিয়ে আহত করে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গরু ব্যবসায়ী সিরাজ ১৮ জুলাই বড়াইগ্রাম থানায় মামলা করেন।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা মঙ্গলবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।