নাটোরের সিংড়ায় পাইলট স্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধন

নাটোর প্রতিনিধি : শনিবার দুপুরে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের নতুন ভবন উদ্বোধন ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এই প্রতিষ্ঠানকে প্রযুক্তিনির্ভর করতে ওয়েবসাইটে ‘তরুণরা গড়বে দেশ, শেখ হাসিনার নির্দেশ’ ম্যাসেজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি গর্বের বিষয়। এই প্রতিষ্ঠান জেলার শুধু শ্রেষ্ঠ প্রতিষ্ঠানই নয় বরং বিশ্বের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে চলেছে।

অনুষ্ঠানে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে।