নাইজারে বন্যায় ৪৫ জনের মৃত্যু, গৃহহীন ২ লাখের বেশি

গেল এক সপ্তাহে নাইজারে বন্যায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি অতিবৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বানের স্রোতে ভেসে গেছে বহু হেক্টর আবাদি জমির ফসল। রাজধানী নিয়ামির বিভিন্ন জায়গায় বন্যার পানিতে ডুবে আছে।

কির্কিসোয়ে জেলায় বেশ কিছু মাটির ঘর ধসে পড়েছে। সেখানকার চালের আড়তগুলি ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে ইতিমধ্যে পরিদর্শন করে বন্যাকবলিতদের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ব্রিগে রাফিনি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।