নবাবগঞ্জের পুঁটিমারা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুঁটিমারা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। ৫ নভেম্বর, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পুঁটিমারা ইউনিয়নের পরিষদের আয়োজনে ৬৮ জন ভিক্ষুককে মালামাল সহ দোকান ঘর, ঢেউটিন ও চাল বিতরণের মাধ্যমে পুনর্বাসিত করে আনুষ্ঠানিকভাবে উক্ত ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার মাধ্যমে শীঘ্রই নবাবগঞ্জকে একটি ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

পুঁটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ইউপি সদস্যগণ, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।