নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে

খুলনা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠছে। বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে মোবাইল-কম্পিউটার। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বিদ্যুতের উৎপাদন যত বেশি হবে দেশের উন্নয়নও তত বেশি হবে।

শিক্ষামন্ত্রী নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা উল্লেখ করে বলেন, প্রচলিত শিক্ষা দিয়ে আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন প্রজন্ম তথা ছাত্রসমাজ হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। এ লক্ষ্যে তাদের প্রযুক্তিগত বিদ্যা অর্জনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. তারাপদ ভৌমিক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন এবং আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।