নগরীতে আর কোনো কোরবানি পশুর বর্জ্য নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এ বছর উত্তর সিটি করপোরেশনের ৫টি অঞ্চলে এক লাখ ৫৭ হাজার ৫৩৫টি পশু কোরবানি দেওয়া হয়েছে। এসব পশু থেকে এখন পর্যন্ত উৎপাদিত ৭ হাজার ৮০১ দশমিক ৫৭ মেট্রিকটন বর্জ্য অপসারণ করেছি। নগরীতে আর কোনো কোরবানি পশুর বর্জ্য নেই।’

তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতির কোনো কমতি ছিল না। করপোরেশনের কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করতে পেরেছি। এ বছর পরিচ্ছন্ন কাজে ৩ হাজার ৪৮০ জন কর্মী নিয়োজিত ছিল।’

কোরবানি দেওয়ার নির্ধারিত স্থান প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘আমরা সবেমাত্র শুরু করেছি। আস্তে আস্তে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার জন্য নগরবাসীকে আরো উদ্বুদ্ধ করবো। এ বছর নির্ধারিত স্থানে ৭০ শতাংশ কোরবানি হয়েছে। এ জন্য নগরবাসীকে ধন্যবাদ জানাই।

কোরবানিতে শৃঙ্খলা নিয়ে আসতে মেয়র বলেন, ‘ভবিষ্যতে কসাইখানাগুলোতে কোরবানি নিয়ে আসা হবে। সময়ের সঙ্গে পরিবর্তনও আসবে। নগরবাসী আগের থেকে অনেক সচেতন।’

সংবাদ সম্মেলনে ডিএনসিসি সচিব মো. মেসবাহুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।