ধর্ষণ মামলায় দুইদিনের রিমান্ডে কাজী

এক গৃহবধূর ধর্ষণ মামলায় ঢাকার ধামরাইয়ে ইউসুফ আলী নামে এক বিবাহ রেজিস্টারকে (কাজী) দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিশকাত শুকরানার আদালত এ আদেশ দেন।

এদিন আসামি ইউসুফ আলীকে আদালত হাজির করা হয়। এর আগে গত ৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই একেএম সাইদুজ্জামান আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত রিমান্ড শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন। এরপর আজ শুনানি শেষে আদালত আসামি ইউসুফ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রায় এক মাস আগে বিয়ের কাবিনের অর্থের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়ানোর কথা বলে ভুক্তভোগী নারীকে নিজের অফিসে ডেকে নেন কাজী ইউসুফ আলী। ওই গৃহবধূ তার অফিসে গেলে প্রয়োজনীয় কাগজপত্র নেই জানিয়ে তাকে পৌর এলাকার ৮নং দক্ষিণ পাড়ার নিজ ভাড়া বাসায় নিয়ে যান ইউসুফ। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী নারী কাজী ইউসুফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর মামলা করেন। মামলার পর ওইদিন বিকেলে উপজেলার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে কাজীকে গ্রেফতার করা হয়।