ধর্ম যার যার উৎসব সবার ……..কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি:
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ’ধর্ম যার যার, উৎসব সবার’ আওয়ামীলীগ সরকার এ সত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারীর কারণে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। তিনি আজ মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সংগে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা দেশের বাইরে যেখানেই যাচ্ছেন, সেখান থেকেই দেশের জন্য নিয়ে আসছেন সন্মান। সম্প্রতি তিনি নিয়ে এসেছেন ’চ্যাম্পিয়ন অব দা আর্থ’ পুর¯কার’। শেখ হাসিনা যত বেশি সফল হবেন, আমরাও তত বেশি সফল হবো।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামীলীগ নেতা শামছুন্নাহার কামাল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, পূজা উদযাপন পরিষদের দেবাশীষ ভট্রাচার্য্যসহ প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিতেঃ নালিতাবাড়ী উপজেলার গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সংগে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখছেন।