ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরব যাচ্ছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক : ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরব যাচ্ছেন। সৌদি সরকারের পক্ষ থেকে তারা ওমরাহ হজ আদায় করবেন ও মদিনা মনোয়ারায় অনুষ্ঠিতব্য সৌদি সরকারের এক সভায় যোগ দেবেন।

প্রতিনিধিদলের সদস্যরা ১১দিন সেখানে অবস্থান করবেন। এ সময় সৌদি সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশের পক্ষে এই প্রতিনিধিদলের নেতৃত্বে দিবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস (উপপরিচালক) ওয়ালীউর রহমান।

সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ, কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রচার ও প্রসারে সৌদি সরকার ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ২০১৫ সালের ১৯ নভেম্বর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১১দিন সফরকালে প্রতিনিধিদল সমঝোতা স্মারকে উল্লেখিত বিষয় নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করবে।