‘ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে’

যারা ধর্মকে ব্যবহার করে আমাদের সমাজকে বিগড়ে দিতে চায়, আমাদের দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বি এল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নতুন ভবন ও ঢাকা-বাংলাবান্ধা সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন কিছু মানুষ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী পরিচালক মো. ফিরোজ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা।