দ্রুত গতিতে চলেছে

নিজস্ব প্রতিবেদক : দ্রুত গতিতে চলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বর্জ্য অপসারণের কাজ।

কর্মকর্তারা বলছেন, ৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ের আগেই শেষ হবে বর্জ্য অপসারণের কাজ। ইতোমধ্যে অনেক এলাকায় পুরোপুরি বর্জ্য অপসারণ হয়ে গেছে। বুধবারই বর্জ্য অপসারণের কাজ শেষ হবে।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন।

বুধবার দুপুরে কমলাপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অপসারণের কাজ চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা সবাই মাঠে রয়েছেন। সবাই কাজ করছেন। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই কাজ শেষ হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক খোন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, অনেক এলাকায় গতকালের বর্জ্য গতকালই অপসারণ করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণের কাজ চলছে। নির্ধারিত ৪৮ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আজও বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। সেগুলোর বর্জ্যও অপসারণের কাজ চলছে।