দ্বীপ হাতিয়ায় কার্গো ডুবি; উদ্ধার ১০ জন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার ভাষানচরসংলগ্ন মেঘনা নদীতে কোটি টাকার ভোগ্যপণ্যসহ মালবাহী খাজা আজমীর নামে একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে।

কার্গোর মধ্যে থাকা চালক, সারেংসহ ১০ জন আশপাশের মাছধরা ট্রলারের জেলেদের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে উপজেলার ভাষানচর (ঠেঙ্গারচর) সংলগ্ন মেঘনা নদীতে এ কার্গো ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গোর চালক আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোররাতে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে কার্গো জাহাজ খাজা আজমীর চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে রওনা হয়। পথে নোয়াখালীর হাতিয়ার ভাষানচর সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে। এতে কার্গোটি ঢেউয়ের তোড়ে কাত হয়ে মালামালসহ ডুবে যায়। তবে কার্গোর মধ্যে থাকা চালক, সারেংসহ ১০ জন আশপাশের মাছধরা ট্রলারের জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মালামাল উদ্ধারে কাজ করবে তারা।